রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার জন্য লেখা আহ্বান
প্রিয় সুহৃদ শ্রোতা-পাঠক, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৭ এপ্রিল ২০২২ ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান) এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে 'গৌরবের ৪০ বছর' শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে রেডিও তেহরান বাংলা সম্পর্কে আপনার মূল্যায়নধর্মী প্রবন্ধ, স্মৃতিচারণ কিংবা কবিতার সফ্ট কপি পাঠাতে পারেন আমাদের ই-মেইল ঠিকানায়। আপনার মূল্যবান ও সুচিন্তিত লেখা স্মরণিকাকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করবে বলে আমরা বিশ্বাস করি।
লেখা পাঠানোর নিয়মাবলি:
১. লেখকের নাম, ঠিকানা, পেশা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে
২. সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
৩. লেখা ৫০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
৪. ইউনিকোড অথবা বিজয় কীবোর্ডে টাইপ করে লেখা পাঠাতে হবে। পিডিএফ বা স্ক্যান ফাইল গ্রহণযোগ্য হবে না।
৫. সম্পাদনা পরিষদ কর্তৃক চূড়ান্ত মনোনীত লেখাগুলোই কেবল স্মরণিকায় প্রকাশ হবে।
৬. লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
৭. ই-মেইলে সাবজেক্টের ঘরে 'স্মরণিকার জন্য লেখা’ উল্লেখ করতে হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।