শ্রোতাদের মতামত
'আমার পছন্দের তালিকায় একেবারেই উপরের দিকে রয়েছে প্রিয়জন'
রেডিও তেহরানের প্রিয়জন আসরের সকলকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বাস, সকলে কুশলে আছেন। অনেক দিন পর আবার ফিরে এলাম প্রিয়জনের আসরে প্রিয়জনের মাঝে। বহুদিন লেখা হয়ে ওঠেনি একথা ঠিক তবে রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গেই আছি।
প্রিয় অনুষ্ঠানগুলো মিস করলে আপনাদের ওয়েব সাইটে ঢুকে পড়ি। ওয়েব সাইটে কেবল অনুষ্ঠানগুলো শুনি তাই নয়, নানা স্বাদের ফিচার এবং স্টোরিগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করি। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা আমাকে খুবই সমৃদ্ধ করে। এছাড়াও ইরান ভ্রমণ, রংধনু, স্বাস্থ্য কথা, আদর্শ মানুষ গড়ার কৌশল, আলাপন আমার খুব প্রিয় অনুষ্ঠান। তবে আমার পছন্দের তালিকায় একেবারেই উপরের দিকে রয়েছে প্রিয়জন। যাই হোক, সকলের কুশল কামনা করে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদান্তে-
মুকুল সরদার
খুটাখালি বাজার,বাজুয়া,
দাকোপ, খুলনা, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।