‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ ভিয়েনা সংলাপকে ব্যর্থ করতে চায়
https://parstoday.ir/bn/news/iran-i101184
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ নাশকতামূলক তৎপরতা চালিয়ে ভিয়েনা সংলাপকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২১ ০৭:৩৬ Asia/Dhaka
  • ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি
    ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ নাশকতামূলক তৎপরতা চালিয়ে ভিয়েনা সংলাপকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করছে।

সংলাপে 'আন্তরিক' হওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার প্রতিক্রিয়ায় বাকেরি-কানি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ উত্তেজনা সৃষ্টির মধ্যেই নিজেদের স্বার্থ খুঁজে পায়।তিনি বলেন, এই অপশক্তিগুলো ভিয়েনা সংলাপের ভেতরে এবং বাইরে নাশকতামূলক তৎপরতা চালিয়ে এখান থেকে যাতে কোনো ফল বেরিয়ে আসতে না পারে সে চেষ্টা চালাচ্ছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা শুরু হওয়ার আগে থেকে ইহুদিবাদী ইসরাইল ইরানের সঙ্গে সংলাপ বন্ধ করে দেয়ার জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এসেছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাকেরি-কানি আরো বলেন, পশ্চিমা দেশগুলো একদিকে দাবি করছে তারা ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরতে চায় অন্যদিকে তারা ‘অবৈধ অস্তিত্বের’ সঙ্গে সুর মিলিয়ে এমন কিছু দাবি উত্থাপন করে যা আলোচনা প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে তাদের নিজ নিজ দেশের জনগণের সামনে এই স্ববিরোধী আচরণের ব্যাখ্যা দিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।