আল-আকসা তুফান অভিযান প্রতিরোধ সংগঠনগুলোকে বৈশ্বিক রূপ দিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i140590-আল_আকসা_তুফান_অভিযান_প্রতিরোধ_সংগঠনগুলোকে_বৈশ্বিক_রূপ_দিয়েছে_ইরান
ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোকে বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ১০:০৪ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোকে বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই তেহরানে ইসরাইলি গুপ্তহত্যার শিকার হয়ে শাহাদাতবরণ করেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন।

বাকেরি কানি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের কারণে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। আল-আকসা তুফান অভিযান বিশ্বের বহু হিসাব-নিকাশ ও ভারসাম্য পাল্টে দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এখন প্রতিরোধ একটি কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। রাজনৈতিক অঙ্গনেও অনেকে প্রতিরোধকে সমাধান হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন।

শহীদ হানিয়ার তাজা রক্ত ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে বিশ্বব্যাপী আরো শক্তিশালী রূপ দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাকেরি কানি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের বুকে একটি ‘ক্যান্সার সৃষ্টিকারী টিউমার’ আখ্যায়িত করে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্ট ও যুদ্ধ বাধিয়ে দেয়ার লক্ষ্যে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪