হরমুজ প্রণালীতে যৌথ মহড়া চালাল ওমান ও ইরানের নৌবাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i101350-হরমুজ_প্রণালীতে_যৌথ_মহড়া_চালাল_ওমান_ও_ইরানের_নৌবাহিনী
হরমুজ প্রণালি ও ওমান সাগরে ইরানের পানিসীমায় ওমানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ইরান। ওমান ও ইরানি নৌবাহিনীর মধ্যে এই নিয়ে নয়বার যৌথ মহড়া অনুষ্ঠিত হলো। দু’দেশের মধ্যকার যৌথ সামরিক কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২১ ১১:১০ Asia/Dhaka
  • ওমান ও ইরানের যৌথ নৌ মহড়ায় উভয় দেশের কয়েকটি রণতরী, বেশ কিছু হেলিকপ্টার এবং ইরানে তৈরি ড্রোন অংশ নেয়
    ওমান ও ইরানের যৌথ নৌ মহড়ায় উভয় দেশের কয়েকটি রণতরী, বেশ কিছু হেলিকপ্টার এবং ইরানে তৈরি ড্রোন অংশ নেয়

হরমুজ প্রণালি ও ওমান সাগরে ইরানের পানিসীমায় ওমানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ইরান। ওমান ও ইরানি নৌবাহিনীর মধ্যে এই নিয়ে নয়বার যৌথ মহড়া অনুষ্ঠিত হলো। দু’দেশের মধ্যকার যৌথ সামরিক কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।

ওমান ও ইরানের যৌথ নৌ মহড়ায় উভয় দেশের কয়েকটি রণতরী, বেশ কিছু হেলিকপ্টার এবং ইরানে তৈরি ড্রোন অংশ নেয়।এ সময় ইরান এবং ওমানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন।

দু’দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করা, সাগরে বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, অভিজ্ঞতা বিনিময় এবং দু’দেশের নৌবাহিনীর সদস্যদের কার্যক্ষমতাকে আরো শক্তিশালী করাকে চলতি মহড়ার প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার গত মঙ্গলবার বলেছিলেন, তার দেশ ওমানের নৌবহরকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। দু’দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিনি ওই আমন্ত্রণ জানান এবং তার আমন্ত্রণের দু’দিনের মাথায় হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া অনুঠিত হলো।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।