বিদেশীদের অবশ্যই এই অঞ্চল ত্যাগ করতে হবে: আমির হাতামি
https://parstoday.ir/bn/news/iran-i154548-বিদেশীদের_অবশ্যই_এই_অঞ্চল_ত্যাগ_করতে_হবে_আমির_হাতামি
পার্সটুডে-ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কৌশলগত অঞ্চল হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিষয়ক প্রধান অভিভাবক হিসেবে ইরানের ভূমিকার ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-30T13:57:38+00:00 )
নভেম্বর ২৯, ২০২৫ ২০:২৪ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি
    ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি

পার্সটুডে-ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কৌশলগত অঞ্চল হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিষয়ক প্রধান অভিভাবক হিসেবে ইরানের ভূমিকার ওপর জোর দিয়েছেন।

তার পাশাপাশি তিনি বিদেশি দেশগুলোকে এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি আজ (শনিবার) "কুর্দিস্তান" ভাসমান ঘাঁটির শুভ উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি সেনাবাহিনীর নৌবহরে "সাহান্দ" ডেস্ট্রয়ার সংযোজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: যারা এ অঞ্চলের সাথে সম্পর্কিত নন এবং কখনও এখানে আসেন নি তাদের অবশ্যই এই অঞ্চল ত্যাগ করতে হবে। আমরা এবং এই অঞ্চলের জাতিগুলো এখানে ছিলাম, এখানেই জীবনযাপন করেছি, এখনও আছি এবং এখানেই থাকব।

হরমুজ প্রণালীর কৌশলগত ও গুরুত্বপূর্ণ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার গুরুত্বের উপর জোর দিয়ে আমির হাতামি ইরানকে এই নিরাপত্তার প্রধান অভিভাবক হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন: যে কেউ এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে চায় তাকে আমাদের চূড়ান্ত জবাবের মুখোমুখি হতে হবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক শত্রুদের বক্তব্যের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন: "শত্রুদের কাজ শত্রুতা, তাই তাদের বক্তব্য এবং দাবির কোনও মূল্য নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার অস্তিত্ব।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।