তেহরানে পালিত হলো জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী
(last modified Mon, 03 Jan 2022 15:11:12 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ২১:১১ Asia/Dhaka
  • তেহরানে পালিত হলো জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী
    তেহরানে পালিত হলো জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী

তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনী (রহ.)তে জেনারেল কাসেম সুলাইমানি'র দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন ইরানের পেসিডেন্ট  ইব্রাহিম রায়িসি। জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকীতে আরো অংশগ্রহণ করেন দেশ বিদেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 

২০২০ইং সালের ৩জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার জেনারেল শহীদ কাসেম সোলাইমানি, আবু মাহদি আল-মোহান্দেসসহ আরো বেশ কয়েকজন সহযোগী শহীদ হন। এই শহীদদের মরদেহ লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে কাজেমাইন, বাগদাদ, নাজাফ, কারবালা, আহওয়াজ, মাশহাদ, তেহরান, কেরমানও কোম শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ