স্পষ্ট করলেন সাঈদ খাতিবজাদে
ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানির সঙ্গে তার দক্ষিণ কোরীয় সমকক্ষ চই জং-কুনের সাক্ষাৎ সিউলের অনুরোধে হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ কোরিয়াই ইরানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীকে ভিয়েনায় পাঠিয়েছে।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধিদলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।
সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর ভিয়েনা সফরের কোনো সম্পর্কে নেই। ইরানের এই মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এরইমধ্যে ভিয়েনায় উপস্থিত কয়েকজন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এ ধরনের সংলাপের অবকাশে এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে একটি স্বাভাবিক ব্যাপার।
দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির কয়েকশ’ কোটি ডলার অর্থ আটকে রয়েছে। সিউল দাবি করছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে পাঠানো যাচ্ছে না। বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্কে টানাপড়েন চলছে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।