রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২১'
https://parstoday.ir/bn/news/iran-i102368-রেডিও_তেহরান_'বার্ষিক_শ্রেষ্ঠ_ক্লাব_পুরস্কার_২০২১'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১১, ২০২২ ১৬:০০ Asia/Dhaka
  • রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২১'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। 

গত এক বছরের ক্লাব কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব’র শিরোপা অর্জন করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আর শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ। 

ক্লাবের নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা’র নিয়মিত অনুষ্ঠান শোনা, শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠান বিষয়ে সুচিন্তিত মতামত-পরামর্শসহ শ্রোতাদের নিয়মিত চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ ও সাক্ষাৎকার প্রদানের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। 

২০২১ সালের ১৮ জুন 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার' ঘোষণা করে রেডিও তেহরান বাংলা বিভাগ। বাংলাদেশ ও ভারতের অনেক সক্রিয় শ্রোতা সংগঠনই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। আমরা আশা করব ২০২২ সালের শ্রেষ্ঠ ও কর্মমুখর ক্লাবের শিরোপা অর্জনে আরও বেশি ক্লাব অংশ নেবে।

বিজয়ী ক্লাব তিনটির সকল উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১‌১