ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে
(last modified Tue, 18 Jan 2022 05:31:21 GMT )
জানুয়ারি ১৮, ২০২২ ১১:৩১ Asia/Dhaka
  • ল্যাভরভ (বমে) ও আবদুল্লাহিয়ান
    ল্যাভরভ (বমে) ও আবদুল্লাহিয়ান

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আসন্ন রাশিয়া সফরের জন্য মস্কোর পক্ষ থেকে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে ল্যাভরভ একথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির এ সফরকে রাশিয়া স্বাগত জানায়।

গতকালের টেলিফোন সংলাপে দু পক্ষই বলেছে, ইরানি প্রেসিডেন্টের আসন্ন সফর তেহরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে এবং সম্পর্ক বাড়ানো ও গভীর করার নতুন সুযোগ এনে দেবে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি রাশিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে। রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রায়িসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন।

গত মাসের শেষ দিকে ইরানি প্রেসিডেন্টের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি জানান, সাইয়্যেদ ইবরাহিম রায়িসি জানুয়ারির মাঝামাঝি সময়ে রাশিয়া সফর করবেন এবং দু দেশের মধ্যকার সম্পর্ক কৌশলগত পর্যায়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। বাহাদুরি জানান, কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতায় প্রেসিডেন্ট রায়িসিকে রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।#

পার্সটুডে/এআইবি/১৮

ট্যাগ