ইরানি প্রেসিডেন্টের মন্তব্য
জনগণের সর্বোচ্চ প্রতিরোধ আমেরিকার সর্বোচ্চ চাপকে পরাজিত করেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণের সর্বোচ্চ প্রতিরোধের কারণে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকীতে বিপ্লবের নেতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজার জিয়ারতের সময় আজ (বুধবার) সকালে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।
তিনি বলেন, এমনকি মার্কিন কর্মকর্তারা পর্যন্ত তাদের এই ব্যর্থতার কথা স্বীকার করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ শুরু হয় এবং জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পরও সেই নীতি অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট বলেন, যখন মার্কিন কর্মকর্তারা তাদের এই ব্যর্থতা স্বীকার করে তখন সেটি ইরানের জনগণের জন্য বিজয় হয়ে দেখা দেয়। তিনি আরো বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা এবং গোলযোগ সৃষ্টির মধ্যদিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির ষড়যন্ত্রকে ইরানের জনগণ সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, "যখন দেশের জনগণ কোনো কিছুতে সম্পৃক্ত হয়েছে তখন সেখানে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। যেসব ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা নেই সেখানে আমরা সফল হতে পারি নি।"
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।