আইআরজিসি শিগগিরই কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে
(last modified Tue, 08 Feb 2022 05:19:15 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১১:১৯ Asia/Dhaka
  • আইআরজিসি\'র অ্যারোস্পেস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ
    আইআরজিসি\'র অ্যারোস্পেস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, তার বাহিনী শিগগিরি বিমান প্রতিরক্ষা খাতে কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে।

ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩তম বার্ষিকীতে বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ) এর স্মরণে গতকাল (সোমবার) রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জেনারেল হাজিজাদেহ প্রতিরক্ষা খাতে বিশেষ করে ক্ষেপণাস্ত্র খাতে আইআরজিসি'র সর্বসাম্প্রতিক সফলতাগুলো তুলে ধরে বলেন, খুব শিগগিরই কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হবে। জেনারেল হাজিজাদেহ আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র বেশ আগেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে সেটি আইআরজিসি'র যুদ্ধ সক্ষমতার অংশ।

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের এক গবেষণায় সম্প্রতি স্বীকার করা হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বিস্তৃত এবং মধ্যপ্রাচ্যের যে কোন দেশের চেয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা অনেক বেশি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে বড় রকমের সফলতা অর্জন করেছে তেহরান।#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ