নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বহির্ভুত খাতেই ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
(last modified Tue, 01 Mar 2022 01:13:16 GMT )
মার্চ ০১, ২০২২ ০৭:১৩ Asia/Dhaka
  • আলীরেজা পেইমান পাক
    আলীরেজা পেইমান পাক

আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত ১১ মাসে তেল বহির্ভুত খাতে ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের বাণিজ্য সম্প্রসারণ অধিদপ্তরের প্রেসিডেন্ট আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, আগামী ফার্সি বছরে তেল বহির্ভুত খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার।

তিনি গতকাল (সোমবার) তেহরানে আইআরআইবির’ সংবাদদাতাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, চলতি ফার্সি ১৪০০ সালের প্রথম ১১ মাসে তেল বহির্ভুত খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বছরের বাকি সময় শেষে এই খাতে রপ্তানি ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। তিনি একে ইরানের বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতির ফল বলে ভূয়সী প্রসংশা করেন।  

ট্রানজিট খাতে ইরানের আয় বেড়েছে দ্বিগুণ

ইরানের রপ্তানি সম্প্রসারণ অধিদপ্তরের প্রেসিডেন্ট আরো বলেন, প্রতিবেশী দেশগুলোতে যেমন রপ্তানি বেড়েছে তেমনি ইরান বিগত এক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার নতুন নতুন বাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে। পেইমান পাক বলেন, প্রযুক্তি সেবা রপ্তানি করে যেখানে বিগত ফার্সি বছরে মাত্র ৬০ কোটি ডলারের বৈদেশিক মূদ্রা অর্জিত হয়েছিল সেখানে চলতি বছরে আয় হয়েছে ২০০ কোটি  মার্কিন ডলার। তিনি বলেন, এই খাতে যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে তাতে আগামী বছর ৫০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

ইরানের উপর দিয়ে এক দেশের পণ্য আরেক দেশে রপ্তানি খাতেও আয় চলতি বছর শতভাগ বেড়েছে বলে জানান পেইমান পাক। আগামী বছর এই ট্রানজিট খাতে বৈদেশিক মুদ্রা অর্জন উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।প্রতি ইংরেজি বছরের ২১ মার্চ ফার্সি বছর শুরু হয়ে এবং এই বছর শেষ হয় পরবর্তী ইংরেজি বছরের ২০ মার্চ।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ