৮১ জনের মৃত্যুদণ্ড মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i105176-৮১_জনের_মৃত্যুদণ্ড_মানবাধিকারের_ন্যুনতম_নীতিমালার_পরিপন্থি_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না। তিনি আরো বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২২ ০৭:৫৫ Asia/Dhaka
  • সৌদি আরবে শিরোশ্ছেদের মাধ্যমে বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় (ফাইল ছবি)
    সৌদি আরবে শিরোশ্ছেদের মাধ্যমে বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না। তিনি আরো বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।

সৌদি সরকার শনিবার একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। খাতিবজাদে এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি বলে বর্ণনা করেন।তিনি এ ঘটনাকে বিচার বিভাগের স্বাভাবিক কার্যকলাপের অপব্যবহার বলেও উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে 

সৌদি সরকারের এ মানবাধিকার পরিপন্থি কাজের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমারা কোনো কোনো দেশে অনেক বড় অপরাধের দায়ে মাত্র এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলে হৈ চৈ শুরু করে দেয় অথচ বিচারিক প্রক্রিয়ার নামে সৌদি সরকারের গণহত্যার ব্যাপারে তারা সম্পূর্ণ নীরব রয়েছে।

তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকার শব্দটির অপব্যবহারের সমালোচনা করে বলেন, পাশ্চাত্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর টুটি চেপে ধরার কাজে মানবাধিকারের মতো পরিভাষাগুলো ব্যবহার করে।

শনিবার সৌদি সরকার যে ৮১ ব্যক্তির গণমৃত্যুদণ্ড কার্যকর করে তাদের মধ্যে ৪১ জনই দেশটির কাতিফ প্রদেশের শিয়া নাগরিক। তাদেরকে নানারকম তুচ্ছ অজুহাতে আটক করে বহুদিন ধরে কারাগারে ফেলে রাখা হয়েছিল। আলে সৌদ সরকার প্রতি বছর তার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে ‘সন্ত্রাসবাদ দমনের’ অজুহাতে মৃত্যুদণ্ডসহ অন্যান্য কঠোর শাস্তি প্রদান করে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।