আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহযোগিতা করা হবে: ইরান
(last modified Wed, 22 Jun 2022 09:24:00 GMT )
জুন ২২, ২০২২ ১৫:২৪ Asia/Dhaka
  • ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা
    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

আফগানিস্তানে অবস্থিত ইরান দূতাবাস আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে প্রস্তুত আছে।

আফগান সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কর্মী এবং মেডিকেল টিম পাঠানো হবে। ত্রাণ সাহায্যও দেওয়া হবে।

এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে সব ধরণের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত আছে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমিও শোক ও সমবেদনা  জানিয়েছে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ইরান অন্যান্য মানবিক ইস্যুতে আফগানদের পাশে ছিল, এবারও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ