ইইউ মুখপাত্রের দাবি: ভিয়েনা সংলাপে চুক্তি আসন্ন!
https://parstoday.ir/bn/news/world-i109580-ইইউ_মুখপাত্রের_দাবি_ভিয়েনা_সংলাপে_চুক্তি_আসন্ন!
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের মুখপাত্র পিটার স্ট্যানো দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে এবং শিগগিরই এখানে একটি চুক্তি হতে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনায় একটি চুক্তি সম্ভব হলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২২ ০৭:৫৫ Asia/Dhaka
  • জোসেপ বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো
    জোসেপ বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের মুখপাত্র পিটার স্ট্যানো দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে এবং শিগগিরই এখানে একটি চুক্তি হতে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনায় একটি চুক্তি সম্ভব হলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ও তার দল ভিয়েনা সংলাপকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন বলে জানান স্ট্যানো।

তিনি এমন সময় এসব দাবি করলেন যখন ভিয়েনা সংলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে; ফলে এখান থেকে সহসাই চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে গেলে এটির বাস্তবায়ন হুমকির মুখে পড়ে। ওই সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা অনুষ্ঠিত হয়।

তবে মার্চ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য আলোচনা বন্ধ রয়েছে। আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় এবং আলোচনা চলার একই সময়ে চাপ প্রয়োগের জন্য নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকায় ওই আলোচনা বন্ধ হয়ে যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গত সোমবার বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা যদি সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবেই কেবল ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তি করা সম্ভব হবে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।