প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ইরানের তাখতে জামশিদ বা পার্সপোলিস
(last modified Sun, 27 Mar 2022 10:25:38 GMT )
মার্চ ২৭, ২০২২ ১৬:২৫ Asia/Dhaka
  • প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ইরানের তাখতে জামশিদ বা পার্সপোলিস
    প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ইরানের তাখতে জামশিদ বা পার্সপোলিস

ফার্সি নববর্ষ বা নওরোজে ভ্রমণকারীদের ভিড় এখন প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ইরানের তাখতে জামশিদ বা পার্সপোলিসে।

শিরাজ শহর থেকে একটু দূরে এ ঐতিহাসিক স্থাপত্যটির অবস্থান ৷ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমান ৷ এই স্থাপত্যটি ইরানের সুপ্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় ৷  এ পার্সপোলিসকে ইরানিরা তাখতে জামশিদ নামেই বেশীরভাগ অভিহিত করে থাকে৷ এই পার্সপোলিসের বর্ণনা দেয়া বেশ কঠিন ৷ এককথায় বলা যেতে পারে এ এক বিস্ময়৷ খ্রীস্টপূর্ব ৫০০ সালে এটি নির্মাণ করা হয়৷ হাখামেনীয় সম্রাট দারিয়ূস, জেরাঙেস বা খাশাইয়ারশাহ এবং তাদের যোগ্য উত্তরসূরীরাই এই বিখ্যাত স্থাপত্যের নিদর্শনটি নির্মাণ করেন ৷ সে সময় এটি ছিলো হাখামেনিশীয়দের রাজ-সিংহাসন৷ এটি কয়েকটি কারণে বিস্ময়কর৷ প্রথমত এর আয়তন বিশাল ৷ দ্বিতীয়ত পার্সপোলিসের যে স্থাপত্য কাঠামো তা অসাধারণ৷ পার্সপোলিসের আয়তন একলক্ষ পঁচিশ হাজার বর্গমিটার৷ এছাড়াও এর ভেতরে রয়েছে দেখার মতো শত শত বিষয়৷#

পার্সটুডে/আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ