সৌদি-কুয়েতের পদক্ষেপে অসন্তুষ্ট ইরান; যৌথ খনিতে শিগগিরই খননকাজ শুরু
(last modified Tue, 29 Mar 2022 12:23:24 GMT )
মার্চ ২৯, ২০২২ ১৮:২৩ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

খুব শিগগিরই পারস্য উপসাগরের যৌথ গ্যাস ক্ষেত্রে খননকাজ শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ অউজি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, যৌথ খনি 'অরাশ' সম্পর্কে সব ধরণের গবেষণা, সম্ভাব্যতা যাচাইয়ের কূপ খনন এবং কম্পন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিগগিরই পিলার বসিয়ে খননকাজ শুরু করা হবে।

ইরানের তেলমন্ত্রী আরও বলেন, ইরান যৌথ খনির উন্নয়নে আলোচনা ও সহযোগিতায় আগ্রহী। কুয়েত ও সৌদি আরবের একতরফা পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ 'অরাশ' খনিতে খননকাজে বাধা সৃষ্টি করতে পারবে না।

'অরাশ' খনিটি পারস্য উপসাগরের উত্তর অংশে এবং হরমুজগান প্রদেশে পড়েছে। এটি ইরান, সৌদি আরব ও কুয়েতের যৌথ খনি। সৌদি আরব ও কুয়েতে এটি 'আদদৌরা' নামে পরিচিত। সম্প্রতি সৌদি আরব ও কুয়েত এই খনির উন্নয়নে একটি চুক্তিতে সই করেছে। ঐ চুক্তি সইয়ের পরপরই এটাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে তেহরান।

ইরান বলেছে, এই চুক্তি যৌথ খনি সংক্রান্ত প্রচলিত রীতি এবং অতীতে অনুষ্ঠিত আলোচনার পরিপন্থী।#    

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।