ইরান এ পর্যন্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তার ৩০টি চালান পাঠিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i106018-ইরান_এ_পর্যন্ত_আফগানিস্তানে_ত্রাণ_সহায়তার_৩০টি_চালান_পাঠিয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আফগানিস্তানে গত আগস্ট মাসে তালেবান গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৩০টি ত্রাণ সহায়তার চালান পাঠিয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিত তাখতে রাভাঞ্চি।  
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১২:৪৯ Asia/Dhaka
  • আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ইরান
    আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আফগানিস্তানে গত আগস্ট মাসে তালেবান গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৩০টি ত্রাণ সহায়তার চালান পাঠিয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিত তাখতে রাভাঞ্চি।  

গতকাল (শুক্রবার) জাতিসংঘের দাতা সম্মেলনে তিনি বলেন, মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা ও একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আফগান জনগণকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য করা উচিত। তিনি বলেন, ইরান এ সহযোগিতা অব্যাহত রেখেছে। ব্রিটেন, জার্মানি ও কাতার যৌথভাবে ভার্চুয়াল এ সম্মেলনের আয়োজন করে।

মাজিদ তাখতে রাভাঞ্চি

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, আফগানিস্তানের মনিবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং বর্তমানে দেশটি মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাদের সামনে চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগ, ভয় ও আশা রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আশা করা  যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আফগান জনগণের জন্য অবদান রাখবে যাতে সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগাতে এবং ভয়-ভীতি দূর করে একটি উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করতে পারে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়িয়েছে ইরান এবং নিজের সক্ষমতা ব্যবহার করে আফগান জনগণকে চার দশকের সংকট মোকাবেলায় সাহায্য করছে। এছাড়া, গত ৪০ বছরে আফগানিস্তান থেকে উদ্বাস্তু হওয়া কয়েক মিলিয়ন আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে। মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আফগান জনগণকে আর্থিক সহায়তা করা অত্যন্ত জরুরি।

পার্সটুডে/এসআইবি/২

 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।