ইরানের মাশহাদে তিন আলেমকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
https://parstoday.ir/bn/news/iran-i106230-ইরানের_মাশহাদে_তিন_আলেমকে_ছুরিকাঘাত_হামলাকারী_আটক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পূর্বের মাশহাদ শহরে তিন আলেমকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর ফলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২২ ১৫:২০ Asia/Dhaka
  • হামলার শিকার তিন আলেম
    হামলার শিকার তিন আলেম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পূর্বের মাশহাদ শহরে তিন আলেমকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর ফলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাশহাদ হচ্ছে ইরানের ধর্মীয় নগরী এবং খোরাসানে রাজাভি প্রদেশের কেন্দ্রীয় শহর।

প্রাদেশিক গভর্নর ইয়াকুব আলী নাজারি ইরানের নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, মঙ্গলবার বিকেলে ইমাম রেজা (আ.)'র পবিত্র মাজারে তিন আলেমকে ছুরিকাঘাত করে এক ব্যক্তি। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেছেন, পুলিশ ও মাজারের নিরাপত্তা ইউনিটের সহযোগিতায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে। তাকে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে গভর্নর জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।