এপ্রিল ১১, ২০২২ ০৬:০৫ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ছবি)
    ইরানের জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ছবি)

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে আমেরিকা যাতে এটি থেকে আবার বেরিয়ে যেতে না পারে সেজন্য ওয়াশিংটনের কাছ থেকে গ্যারান্টি আদায় করার আহ্বান জানিয়েছেন ইরানের বেশিরভাগ সংসদ সদস্য। তারা রোববার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টকে লেখা চিঠিতে ২৫০ জনের বেশি সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। চিঠিতে তারা বলেছেন, ভিয়েনায় বিগত কয়েক দফা আলোচনা থেকে একথা স্পষ্ট হয়েছে যে, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো চুক্তি রক্ষার ব্যাপারে ইরানকে প্রয়োজনীয় গ্যারান্টি না দিলে ইরানের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং এ সমঝোতা আবার ব্যর্থ হবে।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানি সংসদ সদস্যদের চিঠিতে আরো বলা হয়েছে, কাজেই আমেরিকাকে কংগ্রেস’সহ দেশটির সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোতে পরমাণু সমঝোতা পাস করাতে হবে। তাহলে আমেরিকায় ইরানের পরমাণু সমঝোতা আইনি বৈধতা পাবে এবং ভবিষ্যতে কোনা মার্কিন প্রশাসন আবার এটি থেকে বেরিয়ে যেতে পারবে না।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এর ফলে যে অচলাবস্থা সৃষ্টি হয় তা কাটিয়ে উঠতে এই সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে হিমশিম খেতে হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ