‘আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল-আকসা মসজিদে হামলা হয়েছে’
(last modified Fri, 15 Apr 2022 23:46:27 GMT )
এপ্রিল ১৬, ২০২২ ০৫:৪৬ Asia/Dhaka
  • ইহুদিবাদী সেনাদের হামলায় আল-আকসা মসজিদের ভেতর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়
    ইহুদিবাদী সেনাদের হামলায় আল-আকসা মসজিদের ভেতর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়

মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল (শুক্রবার) পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে ফজরের নামাজের পর আল-আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম ক্বেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।

ফিলিস্তিনি যুবকেরা সর্বশক্তি দিয়ে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরাইল সরকার এত বেশি দুর্বল হয়ে পড়ছে যে, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম সহ্য করার অবস্থা আর তার নেই। তিনি আরো বলেন, সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আজ দুর্বলতম অবস্থানে এবং প্রতিরোধ সংগ্রামীরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

ইসমাইল হানিয়া-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তার কারণেই ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম ক্বেবলায় আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পেরেছে। আব্দুল্লাহিয়ান বলেন, গোটা ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার করে একটি অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি ইরানের পূর্ণ সমর্থন ছিল, আছে এবং থাকবে।

টেলিফোনালাপে ইসরাইল হানিয়া বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে বলেন, ফিলিস্তিনিদের সামনে দু’টি পথ খোলা রয়েছে; তারা হয় আল-আকসা মসজিদের ইহুদীকরণ মেনে নেবে আর না হয় ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি কঠোরভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ