কেউ ইরানের পানি সীমার কাছে আসার সাহস পাবে না: নৌ কমান্ডার
(last modified Thu, 21 Apr 2022 12:31:58 GMT )
এপ্রিল ২১, ২০২২ ১৮:৩১ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

বিশ্বের কোনো দেশই ইরানের পানি সীমার ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

তিনি আজ (বৃহস্পতিবার) আরও বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহর দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ তৎপরতা চালাচ্ছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে ইরানের নৌবাহিনী বিশ্বের যেকোনো স্থানে দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

শাহরাম ইরানি বলেন, ইরানের প্রতিরক্ষা ও নৌ কূটনীতি অত্যন্ত সফল। ইরান আন্তর্জাতিক আইন মেনে সব ধরণের মিশন পরিচালনা করতে সক্ষম।

তিনি আরও বলেন, সাগরের সর্বত্র নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে ইরানের নৌবাহিনী। তারা শুধু নিজেদের জাহাজের নিরাপত্তাই নিশ্চিত করছে তাই নয়, একইসঙ্গে তারা গোটা অঞ্চল এমনকি গোটা বিশ্বের জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা দিচ্ছে।#     

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।