ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
অতীত ভুল সংশোধনের জন্য মার্কিন প্রশাসনের সৎ সাহস থাকা দরকার
-
আমির আব্দুল্লাহিয়ান (ডানে) ও জোসেপ বোরেল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিপীড়নমূলক এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা সংশোধনের জন্য আমেরিকার বর্তমান প্রশাসনের সৎ সাহস থাকা দরকার।
গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে ফোনালাপে আমির আব্দুল্লাহিয়ান একথা বলেন। তিনি বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে, ইরান সরকার ভিয়েনায় একটি ভালো, শক্তিশালী এবং টেকসই চুক্তিতে পৌঁছাবে। তবে এজন্য হোয়াইট হাউজকে অবশ্যই বাড়তি দাবি থেকে সরে আসতে হবে এবং বাস্তবতার পথ অনুসরণ করতে হবে।
ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জোসেফ বোরেল এবং তার সহকারী এনরিক মোরা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং সংলাপে সমন্বয়কের ভূমিকা পালন করে যাচ্ছেন তার জন্য আমির আব্দুল্লাহিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফোনালাপে জোসেফ বোরেল একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছার প্রশংসা করেন। সুন্দর ও গ্রহণযোগ্য চুক্তি সইয়ের ব্যাপারে ইরানের পক্ষ থেকে নেয়া নানা পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভিয়েনা সংলাপ স্থগিত রয়েছে। এজন্য জোসেফ বোরেল কিছুটা হতাশা প্রকাশ করেন।#
পার্সটুডে/এসআইবি/২৩