আজ বিশ্ব কুদস দিবস: ভাষণ দেবেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
https://parstoday.ir/bn/news/iran-i107288-আজ_বিশ্ব_কুদস_দিবস_ভাষণ_দেবেন_আয়াতুল্লাহিল_উজমা_খামেনেয়ী
ইরানসহ বিশ্বব্যাপী আজ (শুক্রবার) উদযাপিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২২ ১০:৪৫ Asia/Dhaka
  • আজ বিশ্ব কুদস দিবস: ভাষণ দেবেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানসহ বিশ্বব্যাপী আজ (শুক্রবার) উদযাপিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন।

তাঁর আহ্বানে সাড়া দিয়ে তখন থেকে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়ে এসেছে। এ দিবসে বিশ্বের মুসলমানরা ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং আমেরিকা ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেন। তারা ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে আল-কুদসকে মুক্ত করার শপথ নেন।

এ উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন। শোভাযাত্রাগুলো জুমার নামাজের ময়দানগুলোতে গিয়ে শেষ হবে। এছাড়া, আজকের দিবসের প্রধান আকর্ষণ থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর গুরুত্বপূর্ণ ভাষণ।

আজকের দিবসের প্রধান আকর্ষণ থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর গুরুত্বপূর্ণ ভাষণ

মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে ফিলিস্তিন সংকটের গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তিনি এ ভাষণ দেবেন। ইরান সময় আজ (শুক্রবার) বিকেল ৪টায় টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

পার্সটুডের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার ভাষণ পাঠক ও শ্রোতাদের সামনে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।