ভিয়েনায় চুক্তি প্রস্তুত ছিল কিন্তু আমেরিকা আলোচনা বন্ধ করেছে: ইরান
(last modified Mon, 02 May 2022 10:52:27 GMT )
মে ০২, ২০২২ ১৬:৫২ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক চুক্তি প্রস্তুত ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েনা আলোচনা বন্ধ করে দিয়েছে।

লেবাননের আল-মানার টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খাতিবজাদে আরও বলেছেন, আমেরিকা ভিয়েনা বৈঠককে কিছু বিষয়ের ওপর সীমাবদ্ধ রেখে তা বন্ধই করে দিয়েছে। দুঃখজনকভাবে মার্কিন সরকার কথাবার্তায় নিজের সততার প্রমাণ না দিয়ে কিছু ক্ষেত্রে  ট্রাম্প সরকারের অবস্থানকেই অনুসরণ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকা যদি কয়েকটি বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তাহলে আগামীকালই আমরা ভিয়েনায় ফিরতে প্রস্তুত আছি। তবে ৪+১ গ্রুপকে এটা প্রমাণ করতে হবে যে, আমেরিকাকেও প্রতিশ্রুতি পালনকারী পক্ষ হিসেবে গণ্য করা যায়।

সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বিরোধপূর্ণ ইস্যু নিয়ে কথা হয়েছে। এর মধ্যে একটি ইস্যু ছিল ফিলিস্তিনিদের অধিকার বাস্তবায়ন।

ইরান বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান খাতিবজাদে।#   

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।