মে ০৪, ২০২২ ১৭:২৭ Asia/Dhaka
  • ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা এক অঙ্কের ঘরে: নতুন নীতিমালা ঘোষণা

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় জানিয়েছে: করোনায় এ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ১৩৮।

এদিকে করোনা বিষয়ে ইরান ভ্রমণে আসা যাত্রীদের জন্য নয়া আইন ঘোষণা করা হয়েছে। ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান যাত্রীদের জন্য ইরানে প্রবেশের নিয়ম পরিবর্তনের ঘোষণা দেন।

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ইমাম খোমেনি বিমানবন্দরের পদস্থ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ রেজা সাইফ বলেছেন: করোনা সদর দফতরের সর্বশেষ ডিক্রি অনুযায়ী ইরানে প্রবেশকারী সকল যাত্রীকে অবশ্যই ভ্যাকসিন ইনজেকশন কার্ডসহ পিসিআর টেস্ট রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে নেগেটিভ থাকতে হবে।

ইরানি অ-ইরানি নির্বিশেষে বারো উর্ধ্ব সকল যাত্রীর ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে বলে জানান রেজা সাইফ। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার পর ১৪ দিন অতিবাহিত হতে হবে।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ