প্রতিবেশী ইরাকের ঐক্য এবং অখণ্ডতাকে ইরান সবসময় গুরুত্ব দেয়
(last modified Thu, 05 May 2022 08:16:36 GMT )
মে ০৫, ২০২২ ১৪:১৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি (ডানে) ও ইরাকি প্রধানমন্ত্রী
    প্রেসিডেন্ট রায়িসি (ডানে) ও ইরাকি প্রধানমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী ইরাকের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে তেহরান সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে গতকাল (বুধবার) শেষ বেলায় টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট।

ইরাকে খুব শিগগিরই নতুন একটি শক্তিশালী সরকার গঠিত হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট রায়িসি। ২০২২ সালে ইরাকে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জনগণের আন্দোলনের মুখে গত বছরের ১০ অক্টোবর সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এখনও নতুন সরকার গঠিত হয় নি।

টেলিফোন আলাপে মুস্তাফা কাজেমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইরানের প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া, বিভিন্ন ক্ষেত্রে ইরান যে ইরাককে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রামে মুসলিম দেশগুলোর মধ্যে অবশ্যই ঐক্য সংহতি থাকতে হবে। ইন্দোনেশিয়া এবং ইরানের মধ্যে বিভিন্ন খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য তেহরান ও জাকার্তার পারস্পারিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

টেলিফোন আলাপে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার ব্যাপারে খুবই আগ্রহী। তিনি বলেন, জ্বালানি এবং স্বাস্থ্য খাতে বিশেষ সহযোগিতা প্রত্যাশা করে ইন্দোনেশিয়া।#

পার্সটুডে/এসআইবি/৫