তৃতীয় দেশের কারণে আমাদের সম্পর্ক নষ্ট করা উচিত নয়: গ্রিসকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i108528-তৃতীয়_দেশের_কারণে_আমাদের_সম্পর্ক_নষ্ট_করা_উচিত_নয়_গ্রিসকে_ইরান
তৃতীয় দেশের পক্ষ হয়ে জলদস্যুতা করতে গিয়ে ইরানের সঙ্গে সুপ্রাচীন সম্পর্ক নষ্ট করা গ্রিসের উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৯, ২০২২ ০৫:৪০ Asia/Dhaka
  • পারস্য উপসাগর থেকে গ্রিসের তেল ট্যাংকার আটক করে আইআরজিসির নৌবাহিনী
    পারস্য উপসাগর থেকে গ্রিসের তেল ট্যাংকার আটক করে আইআরজিসির নৌবাহিনী

তৃতীয় দেশের পক্ষ হয়ে জলদস্যুতা করতে গিয়ে ইরানের সঙ্গে সুপ্রাচীন সম্পর্ক নষ্ট করা গ্রিসের উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

গত বুধবার গ্রিস সরকার দেশটির পানিসীমা থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করে এর তেল আমেরিকার কাছে হস্তান্তর করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার ইরান পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার জব্দ করে।

এ সম্পর্কে এক টুইটার বার্তায় খাতিবজাদে বলেন, প্রাচীনকাল থেকে সব সময় পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গ্রিসের সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল। কাজেই তৃতীয় পক্ষের জলদস্যুতার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। গ্রিসের আটক করা জাহাজগুলোর নাবিকরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেন খাতিবজাদে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছিল, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লঙ্ঘনের অপরাধে পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।

গ্রিক সরকার ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে নির্বিঘ্নে ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয়। কিন্তু গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা আমেরিকার কাছে হস্তান্তর করে।

গত বুধবারই ইরানের পোর্টস এন্ড মেরিটাইম অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছিল, গ্রিসের পানিসীমায় ইরানি তেল আটক করে তা আমেরিকার কাছে হস্তান্তরের ঘটনাটি ছিল ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।