ইরান আইএইএ'র পদক্ষেপ অনুযায়ী যথাযথ জবাব দেবে: খাতিবজাদেহ
(last modified Mon, 06 Jun 2022 13:26:29 GMT )
জুন ০৬, ২০২২ ১৯:২৬ Asia/Dhaka
  • সায়িদ খাতিবজাদেহ
    সায়িদ খাতিবজাদেহ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সায়িদ খাতিবজাদেহ বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান আইএইএ'র নির্বাহী পরিষদের সকল পদক্ষেপের যথাযথ জবাব দেবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদের বৈঠক আজ থেকে ভিয়েনায় অবস্থিত সংস্থার সদর দফতরে শুরু হয়েছে। আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশ জার্মানি, ব্রিটেন, ফ্রান্স মিলে আইএইএ'র নির্বাহী পরিষদে যৌথ খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের অপ্রকাশিত স্থানে পাওয়া ইউরেনিয়াম সম্পর্কিত অমীমাংসিত সমস্যাগুলি একটি গুরুতর বিষয়। মনে হচ্ছে অঘোষিত স্থানে ইউরেনিয়ামের খোঁজ পাবার অমীমাংসিত বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। এই চার দেশ আরও বলেছে ইরানের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতার অভাবে মতবিরোধ এবং প্রতিরক্ষা বিষয়ক সমস্যাগুলোর সমাধান হলো না। অবশিষ্ট সমস্যাগুলো সমাধানের লক্ষে ইরানকে আইএইএ'র প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।

আইএইএ'র নির্বাহী পরিষদের আজকের বৈঠকে গৃহীতব্য ইরান-বিরোধী প্রস্তাব সম্পর্কে টিভি সাক্ষাৎকারে খাতিবজাদেহ বলেন: তেহরান অগ্রিম কিছু বলতে চায় না তবে নির্বাহী পরিষদের সকল পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। ইরান সংক্রান্ত দুটি বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠক। একটি ইরানের প্রতিরক্ষা সিস্টেম এবং পরমাণু সমঝোতা বাস্তবায়ন।

ইরানের একজন কূটনৈতিক মুখপাত্র বলেছেন: আইএইএ'র মহাসচিব রাফায়েল গ্রোসি তাড়াহুড়ো করে একটি প্রতিবেদন তৈরি করেছেন। গত ৫ মার্চ থেকে আজ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে আইএইএ'র সঙ্গে ইরানের। গ্রোসি তেহরানের পদক্ষেপগুলোকে উপেক্ষা করে নয়া প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে নতুন প্রসঙ্গের অবতারণা করেছেন যার বেশিরভাগই দাবি বা কল্পনাপ্রসূত।

খাতিবজাদেহ বলেন: নয়া প্রতিবেদনে অবৈধ ইহুদিবাদী ইসরাইলের অপচেষ্টার চিহ্ন সুস্পষ্ট। তিনি আইএইএ'র নির্বাহী পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান ইরান বিরোধী ইসরাইলি ওই প্রস্তাবের উদ্দেশ্য সম্পর্কে যেন সতর্কতা অবলম্বন করে। এই প্রস্তাবের ব্যাপারে নেতিবাচক রায় দেওয়ার ব্যাপারেও আহ্বান জানান তিনি।

খাতিবজাদেহ আরও বলেন: কূটনীতির যে জানালা তৈরি করেছে ইরান তা যেন খোলা রাখা হয়।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ