জুন ০৮, ২০২২ ১৫:২৫ Asia/Dhaka
  • হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন: জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না।

আরব-অনারব সকল সরকারের উদ্দেশে তিনি বলেন: নিজ দেশের জনগণের মতের বাইরে গিয়ে আমেরিকার কথায় যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন কিংবা করার কথা ভাবছেন তাদের জেনে রাখা উচিত, এই সম্পর্কের মাধ্যমে দখলদারদের হাতে শোষণের হাতিয়ারই তুলে দেয়া হবে, এর বাইরে কিছুই অর্জিত হবে না।

হজ্ব কর্মকর্তাদের দেওয়া এক সাক্ষাতে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) এ কথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন: ইহুদিবাদীদের চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য একটি কর্তব্য।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন: দুই বছর পর হজ্বের বন্ধ দুয়ার পুনরায় খুলে যাবার ঘটনা ইরানি হজ্বযাত্রীসহ অন্যান্যদের জন্যও একটি বড় সুখবর। বার্ষিক হজ্ব পালনকে তিনি বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক বলেও মন্তব্য করেন। এই ঐক্য যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সর্বোচ্চ নেতা বলেন: মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক বিভেদের বীজ রোপন করেছে উপনিবেশবাদী ব্রিটেন। তাদের পরিকল্পনার ব্যাপারে সবাইকে সচতেন থাকার আহ্বান জানান সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ খামেনেয়ীর রচনা সংরক্ষণ ও প্রকাশনা দফতরের তথ্য বিভাগ আরও জানিয়েছে, সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করেন, সকল হজযাত্রী হজ্ব থেকে সুস্থতার সঙ্গে, নিরাপদে, দোয়া কবুলের আনন্দ সহকারে, আল্লাহর পরিপূর্ণ অনুগ্রহ নিয়ে ফিরে আসবেন।

এ বছর ইরানের হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৩ জুন মদিনা বিমানবন্দরের উদ্দেশে তেহরান ছেড়ে যাবে। ইরানের ৩৯ হাজার ৬০০ হজ্বযাত্রী এবার হজ্বে যাচ্ছেন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ