নতুন স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে আরও দু'টি উৎক্ষেপণ সম্পন্ন করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i109330-নতুন_স্যাটেলাইট_ক্যারিয়ার_দিয়ে_আরও_দু'টি_উৎক্ষেপণ_সম্পন্ন_করবে_ইরান
ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার 'জুল জানাহ'-এর সাহায্যে দু'টি গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২২ ১৮:৫৬ Asia/Dhaka
  • জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ার
    জুল জানাহ স্যাটেলাইট ক্যারিয়ার

ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার 'জুল জানাহ'-এর সাহায্যে দু'টি গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সাইয়্যেদ আহমাদ হোসেইনি আজ (বৃহস্পতিবার) বলেছেন- 'জুল জানাহ' স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়। এরিমধ্যে একটি উৎক্ষেপণ সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামীতে অপর দু'টি উৎক্ষেপণ সম্পন্ন করা হবে। এসব উৎক্ষেপণের মধ্যদিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে ২২০ কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে।

জুল-জানাহ হচ্ছে তিন ধাপের একটি স্যাটেলাইট ক্যারিয়ার যা কম্বাইন্ড জ্বালানি দিয়ে চলে। এর ওজন হচ্ছে ৫২ টন এবং দৈর্ঘ্য সাড়ে ২৫ মিটার। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই এই স্যাটেলাইট নির্মাণ করেছেন।#   

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।