‘ইসরাইলের দেয়া ভুয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ করবেন না’
(last modified Sat, 18 Jun 2022 00:50:18 GMT )
জুন ১৮, ২০২২ ০৬:৫০ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মাদ ইসলামি
    ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মাদ ইসলামি

ইহুদিবাদী ইসরাইলের ভুয়া তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক কর দিয়েছে তেহরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মাদ ইসলামি গতকাল নাতাঞ্জ পরমাণু স্থাপনায় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, যখন পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় আলোচনা চলছে তখন ইসরাইলি ভুয়া তথ্যের ভিত্তিতে আইএইএ তার প্রতিবেদনে অতীতের অভিযোগগুলোর পুনরাবৃত্তি করছে।

সম্প্রতি এক প্রতিবেদনে ইরানের কয়েকটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি যে দাবি করেছেন সে সম্পর্কে ইসলামি বলেন, এ ধরনের ভিত্তিহীন দাবি আলোচনা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। গ্রোসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কোনো কোনো পরমাণু স্থাপনায় ‘সম্ভাব্য সামরিক তৎপরতা’ চালানো হয়ে থাকতে পারে।

ইসলামি বলেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিতই হয়েছিল কথিত ‘সম্ভাব্য সামরিক তৎপরতা’ সংক্রান্ত অভিযোগগুলো আর পুনরাবৃত্তি না করার উদ্দেশ্যে। তিনি বলেন, আইএইএ গভীরভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর পরিদর্শন চালিয়ে যাবে এবং এর ভিত্তিতে এসব স্থাপনার সঠিক চিত্র আন্তর্জাতিক সমাজ পাবে বলেই কথা ছিল।আর ইরানের পরমাণু কর্মসূচির সঠিক চিত্র প্রকাশিত হলেই দেখা যাবে ইরান সামরিক কাজে তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে না।  কিন্তু আইএইএ এক্ষেত্রে তার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।