জুন ১৯, ২০২২ ০৬:১৪ Asia/Dhaka
  • ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা কাজেম গরিবাবাদি
    ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা কাজেম গরিবাবাদি

ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা কাজেম গরিবাবাদি তার দেশের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ‘দলিল-প্রমাণবিহীন দাবি’ এই বিশ্ব সংস্থার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি গুতেরেস একটি প্রতিবেদন প্রকাশ করার পর গরিবাবাদি এ প্রতিক্রিয়া জানালেন।

গুতেরেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে ভিন্ন মতাবলম্বী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগ করা হয়।প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধিকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কে ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের মহাসচিব গারিবাবাদি এক টুইটার বার্তায় বলেন, গুতেরেস তার প্রতিবেদনে ইরান সরকারের দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়েছে বলে যে দাবি করেছেন তা সম্পূর্ণ অসত্য কারণ, প্রতিবেদনটিতে ইরানের শতকরা এক ভাগ দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়নি।

টুইটার বার্তায় আরো বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কথিত বিশেষ প্রতিনিধি জাভেদ রেহমান যেভাবে ইরানের শত্রুদের উত্থাপিত ভিত্তিহীন ও ঢালাও অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন তাতে জাতিসংঘের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ