ইরানের লোরেস্তান প্রদেশের দৃষ্টিনন্দন মেহরাব পর্বত
জুন ১৯, ২০২২ ১৭:৩৬ Asia/Dhaka
ইরানের লোরেস্তান প্রদেশের দৃষ্টিনন্দন মেহরাব পর্বতটি ডেলফান শহরে অবস্থিত।
এই সুন্দর পর্বতটিতে বিভিন্নধরনের গাছ-গাছা ও ফল-ফলাদি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। এ পর্বতটিতে বিশেষ করে আঙ্গুর, ডুমুর, আপেল এবং নাশপাতি গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে।#
পার্সটুডে/আবুসাঈদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ