নীরবতা ভাঙতে তুরস্কের প্রতি তেহরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i109686-নীরবতা_ভাঙতে_তুরস্কের_প্রতি_তেহরানের_আহ্বান
তুরস্কের ইস্তাম্বুল শহরে দখলদার ইহুদিবাদী ইসরাইলের নাগরিকদের ওপর ইসলামি প্রজাতন্ত্র ইরান হামলা চালাতে পারে বলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে ভিত্তিহীন দাবি করেছেন তেহরান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নিজের অপরাধযজ্ঞ ঢাকার অপকৌশল হিসেবে লাপিদ এই বক্তব্য দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ২৪, ২০২২ ১৯:১৪ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ (বামে) ও চাভুসওগ্লু
    যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ (বামে) ও চাভুসওগ্লু

তুরস্কের ইস্তাম্বুল শহরে দখলদার ইহুদিবাদী ইসরাইলের নাগরিকদের ওপর ইসলামি প্রজাতন্ত্র ইরান হামলা চালাতে পারে বলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে ভিত্তিহীন দাবি করেছেন তেহরান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নিজের অপরাধযজ্ঞ ঢাকার অপকৌশল হিসেবে লাপিদ এই বক্তব্য দিয়েছেন।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, শিশু হত্যাকারী বর্বর ইহুদিবাদী সরকার প্রতিবেশী দুই মুসলিম দেশের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এই ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে। বিশ্বের কোনো জাতি ইসরাইলের এ ধরনের কল্পিত অভিযোগ বিশ্বাস করবে না বরং তারাই নিপীড়ক ও বর্বর শক্তি।  

খাতিবজাদে বলেন, সন্ত্রাসবাদী ও প্রতারক ইসরাইল সরকারের মিথ্যুক প্রতিনিধির এই ভিত্তিহীন দাবি সম্পর্কে তুরস্ক সচেতন রয়েছে। তবে তেহরান আশা করে ইসরাইলের এমন ভিত্তিহীন দবির মুখে আঙ্কারা চুপ থাকবে না। ইসরাইল বার বার দেখিয়ে দিয়েছে তারা কতটা নির্ভরযোগ্য।

গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, ইস্তাম্বুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে।

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী ও অন্তর্ঘাতমূলক যেকোনো তৎপরতার বিরুদ্ধে সাধারণ লোকজনকে ক্ষতিগ্রস্ত না করে কঠোর জবাব দিতে ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।#

পার্সটুডে/এসআইবি/২৪