পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর টুইট
‘ইরানকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার শক্তিশালী গ্যারান্টি দিতে হবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা বাস্তববাদি হলে এবং তেহরানকে পরমাণু সমঝোতার পূর্ণ অর্থনৈতিক সুবিধা ভোগ করার শক্তিশালী গ্যারান্টি দিলে পাশ্চাত্যের সঙ্গে চলমান আলোচনায় একটি চুক্তি সই হতে পারে।
কাতারের রাজধানী দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সর্বশেষ আলোচনা শেষ হওয়ার দু’দিন পর শুক্রবার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহিয়ান বলেন, ইরান ‘শক্তিমত্তা’ ও ‘যুক্তিপূর্ণ’ অবস্থান নিয়ে পাশ্চাত্যের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে।তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আমেরিকা ২০১৮ সালের মে মাস পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেনে চলার দাবি করেছে। কিন্তু ওই তিন বছরও মার্কিন সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টির অপতৎপরতার কারণে ইরান ওই সমঝোতা থেকে পূর্ণ অর্থনৈতিক সুবিধা পায়নি। ইরানকে স্বাধীনভাবে আন্তর্জাতিক লেনদেন করতে দেয়া হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আবার যেনতেনভাবে কোনো গ্যারান্টি ছাড়াই কোনো চুক্তিতে সই করবে না তেহরান। আমেরিকা যতক্ষণ পর্যন্ত কঠিনভাবে বাস্তবায়নযোগ্য গ্যারান্টি না দেবে ততক্ষণ পর্যন্ত ইরান নিজের পরমাণু তৎপরতায় লাগাম টেনে ধরবে না।
এর আগে গত বুধবার দোহায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এ ব্যাপারে ইউরোপ ও আমেরিকা হতাশা প্রকাশ করলেও তেহরান বলেছে, দোহা বৈঠক ছিল ইতিবাচক এবং পাশ্চাত্যের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ইরান।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।