কাস্পিয়ান সাগরে ইরানি নৌবাহিনীর ২ দিনের সামরিক মহড়া শুরু
(last modified Sat, 09 Jul 2022 07:33:57 GMT )
জুলাই ০৯, ২০২২ ১৩:৩৩ Asia/Dhaka
  • কাস্পিয়ান সাগরে ইরানের বার্ষিক নৌ মহড়া
    কাস্পিয়ান সাগরে ইরানের বার্ষিক নৌ মহড়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কাস্পিয়ান সাগরে দুই দিনের বার্ষিক নৌ মহড়া শুরু করেছে। এ মহড়ার মাধ্যমে তেহরান কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতে চায়।

ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হামযা আলী কাভিয়ানি গতকাল (শুক্রবার) জানান, এবারের মহড়ার নাম দেয়া হয়েছে ‘টেকসই নিরাপত্তা ১৪০১’ এবং এই মহড়া প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে।

কাস্পিয়ান সাগরে ইরানের বার্ষিক নৌ মহড়া

অ্যাডমিরাল হামযা আলী কাভিয়ানি জানান, যুদ্ধজাহাজভিত্তিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র লঞ্চার, হেলিকপ্টার, সমুদ্রভিত্তিক ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মেরিন ও রেঞ্জার ইউনিটসহ নানা রকমের সারফেইস ও এয়ারবর্ন ইউনিট এই মহড়ায় অংশ নেবে।   

ইরানের এই কমান্ডার বলেন, কাস্পিয়ান সাগরে নৌবাহিনীর যুদ্ধ-প্রস্তুতি যাচাইয়ের জন্য জল, স্থল ও আকাশপথে এ মহড়া পরিচালিত হবে। কাস্পিয়ান সাগরকে তিনি ‘শান্তি ও বন্ধুত্বের সাগর’ অভিহিত করে বলেন, কাউকে এই সাগরের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বিনষ্ট করার সুযোগ দেয়া হবে না।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ