ইসরাইলি নেটওয়ার্ক ইরানের স্পর্শকাতর স্থাপনা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের একটি স্পর্শকাতর স্থাপনা ধ্বংসের পরিকল্পনা করেছিল। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের গোয়েন্দা সংস্থার কাছে ওই নেটওয়ার্কের সদস্যরা ধরা পড়ে এবং তাদের পরিকল্পনা বানচাল হয়ে যায়।
ইরানের নূর নিউজ নামে একটি বার্তা সংস্থা গতকাল (রোববার) এই খবর দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে নূর নিউজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে শনিবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গ্রুপের সদস্যদেরকে চিহ্নিত এবং আটক করা হয়েছে। তারা কোনো ধরনের অন্তর্ঘাতমূলক পরিকল্পনা বাস্তবায়নের আগেই আটক হয়েছে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় উল্লেখ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিবেশী একটি দেশের সহায়তায় মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত এসব গুপ্তচর ইরাকের কুর্দিস্তান অঞ্চল দিয়ে ইরানের ভেতরে প্রবেশ করে।
নূর নিউজ তাদের রিপোর্টে বলেছে, এই গোয়েন্দা নেটওয়ার্কটি ইস্পাহান প্রদেশের অত্যন্ত স্পর্শকাতর একটি স্থাপনাকে টার্গেট করেছিল এবং তারা এই স্থাপনাটি উড়িয়ে দিতে চেয়েছিল।
নূর নিউজ আরো জানিয়েছে, গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা আফ্রিকার একটি দেশে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছে এবং তারা ইরানের ভেতরে প্রবেশ করার আগেই ইরানের গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে পেরেছে। ফলে তাদের সমস্ত কার্যক্রম ইরানের গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল এবং তারা যখন ইরানে ঢুকেছে তখন তাদের ওপর ইরানি গোয়েন্দা সংস্থার পরিপূর্ণ নজরদারি ছিল। গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা ইরানে প্রবেশের কয়েক মাস আগেই সবাই ইরানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত হয়।
লক্ষ্যবস্তুকে টার্গেট করা গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক স্থাপন করেছিল এবং তা বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে ওই নেটওয়ার্কের সদস্যদেরকে আটক করা হয়।#
পার্সটুডে/এসআইবি/২৫