সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
‘জেদ্দা সম্মেলনে সংকট সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে’
-
আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বয়ে আনবে। তিনি মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ২০২০ সালে আমরিকার মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।
টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দখলদার ইসরাইল সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনকে মধ্যপ্রাচ্যে সংকট বাধানোর কাজে ব্যবহার করতে চেয়েছিল।কিন্তু সম্মেলনে অংশগ্রহণকারী আরব দেশগুলোর দুরদর্শিতার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
জেদ্দা সম্মেলনে বেশ কয়েকটি আরব দেশের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট গঠন করা হবে বলে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে খবর প্রচারিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে আরব আমিরাতের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক পারস্য উপসাগরীয় অঞ্চলে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে বলেন, আমরা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককে আগের অবস্থায়ই ফিরিয়ে নিতে পারি না সেইসঙ্গে এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। তিনি বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো যখন পারস্য উপসাগরীয় অঞ্চলের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে তখন তেহরান ও আবু ধাবির মধ্যে শক্তিশালী সম্পর্ক জরুরি হয়ে পড়েছে। তিনি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।