ইরানি প্রতিনিধির মন্তব্য
‘নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে অপরাধযজ্ঞ চালাতে সাহসী করে তুলেছে’
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, ফিলিস্তিন জনগণ এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা দখলদার সরকারকে এসব অপরাধ চালিয়ে যেতে সাহসী করে তুলেছে।
গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় ইরানের এই প্রতিনিধি এসব কথা বলেন। লাগাতারভাবে মানবাধিকার ও আন্তর্জাতিক জনকল্যাণমূলক আইন লঙ্ঘন বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য জাহরা এরশাদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জবাবদিহিতার অভাবে বর্ণবাদী ইসরাইল সরকার এইসব অপরাধ চালিয়ে যাওয়ার সাহস পেয়েছে।
ইরানি প্রতিনিধি জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদ নির্ধারিত বাধ্যবাধ্যতা পালন করতে হবে।
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ অব্যাহত রাখার কারণে সেখানকার অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। এর মধ্যেই ইহুদিবাদী সেনারা প্রতিদিন নিরপরাধ নারী-পুরুষের শিশুকে হতাহত করে চলেছে, ফিলিস্তিনিদের বাড়িঘর ও সহায় সম্পত্তি দখল কিংবা ধ্বংস করে দিচ্ছে। জাহরা এরশাদি গতকাল যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বক্তব্য দিয়েছেন সেদিনই ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পাশ্চিম তীরের বহু ঘরবাড়ি বুলডাজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৭