জুলাই ২৯, ২০২২ ০৬:১০ Asia/Dhaka
  • একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সনসভায় ভাষণ দচ্ছে প্রেসিডেন্ট রায়িসি
    একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সনসভায় ভাষণ দচ্ছে প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে। সবাই যেন একথা জেনে রাখে।” তিনি তার ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের শক্তিমত্তার কারণে এখন আর কেউ স্বপ্নেও এদেশের ওপর আগ্রাসন চালানোর সাহস পায় না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শক্তি নিয়ে গর্ব করে এবং এই শক্তিকে তাদের নিরাপত্তার চাবিকাঠি মনে করে।

জনসভায় মানুষের ঢল

ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে- জানিয়ে রায়িসি বলেন, ইরানের সামরিক শক্তি শত্রুরা পর্যবেক্ষণ করছে। তারা ইরানকে পরাস্ত করতে পারবে না জেনেই এদেশে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তা না হলে ইরানে আগ্রাসন চালাতে তাদের আগ্রহের কোনো কমতি নেই।

তিনি ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের সামরিক শিল্পের প্রভূত উন্নতির ভূঁয়সি প্রশংসা করেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের প্রতিরক্ষা ও পরমাণু শিল্পের ওপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপিত হওয়া সত্ত্বেও এই দুই শিল্পে ইরান সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের কার্যক্রমের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে ব্যর্থ করে দিতে পেরেছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ