মে ১৩, ২০২৪ ১০:১০ Asia/Dhaka
  • অ্যান্টনি ব্লিঙ্কেন
    অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালিয়েও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। আর সেক্ষেত্রে গোটা উপত্যকায় নৈরাজ্য দেখা দেবে।

ভিডিও লিংকের মাধ্যমে এনবিসি নিউজ চ্যানেলের ‘মিট দ্যা প্রেস’ নামক টক-শোতে যুক্ত হয়ে ব্লিঙ্কেন এ মন্তব্য করেন।  রাফায় পূর্ণ মাত্রার ইসরাইলি অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইসরাইলকে একটি স্থায়ী গেরিলা যুদ্ধের মুখোমুখি হতে হবে।

ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ শেষে গাজায় প্রচুর হামাস সদস্য থেকে যাবে। এ অবস্থায় ইসরাইলি সেনারা উপত্যকা ত্যাগ করলে গাজায় ক্ষমতার শূন্যতা সৃষ্টি হবে এবং নৈরাজ্য দেখা দেবে। তিনি বলেন, ওই অবস্থায় হামাস আবার উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল গাজার উত্তরাঞ্চল হামাসমুক্ত করার দাবি করলেও সম্প্রতি হামাস যোদ্ধারা উত্তর গাজায় ফিরে এসে আবার যুদ্ধ শুরু করেছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার ক্ষমতা কাদের হাতে অর্পিত হবে সে ব্যাপারে ইসরাইলের কাছ থেকে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছে বলে জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ