গুপ্তচরবৃত্তির দায়ে সুইডেনের এক নাগরিক গ্রেপ্তার
-
ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযান
গুপ্তচরবৃত্তির দায়ে সুইডেনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের চৌকস বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সুইডেনের এই গুপ্তচর এ পর্যন্ত কয়েক বার ইরান সফর করেছে। সন্দেহজনক তৎপরতা ও আচরণের কারণে অনেক আগে থেকেই তার নাম সন্দেহভাজনদের তালিকায় উঠেছিল। এবার সফর শেষে ইরান ত্যাগের আগ মুহূর্তে তাকে আটক করা হয়েছে। সুইডেনের এই নাগরিক এর আগে ইহুদিবাদী ইসরাইলও সফর করেছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ পর্যন্ত বহু বিদেশি গুপ্তচরকে আটক করতে সক্ষম হয়েছে। এই মন্ত্রণালয়ের সুদক্ষ বাহিনীর তৎপরতার কারণে এ পর্যন্ত নাশকতার অনেক পরিকল্পনাও ভেস্তে গেছে।
বিশ্বের কয়েকটি বৃহৎ শক্তি ইরানের ইসলামি শাসন ব্যবস্থা ধ্বংসের জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এ ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির পথ বেছে নিয়েছে।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।