'ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে'
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব ও দেশের প্রখ্যাত আলেম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা ব্যর্থ করার প্রক্রিয়া পুরোদমে অব্যাহত রয়েছে। দেশের সরকার এই প্রক্রিয়াকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের আগে দেওয়া খুতবায় এ কথা বলেন। ইরানে সব সময় জুমার নামাজের খুতবার একাংশে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খতিব।
তেহরানের প্রধান জামাতের আজকের খতিব ভিয়েনায় আবারও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর প্রতি ইঙ্গিত করে বলেছেন, দেশের সরকার পরমাণু আলোচনার ওপর অর্থনীতিকে নির্ভরশীল করে রাখেনি। সংশ্লিষ্টরা নিষেধাজ্ঞা ব্যর্থ করার লক্ষ্যে তৎপরতা অব্যাহত রেখেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াও চলছে।
হুজ্জাতুল ইসলাম হাজআলী আকবারি আশা প্রকাশ করে বলেন, পরমাণু বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিরা সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের স্বার্থ ও অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখবেন।
তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারা ইরানকে পরীক্ষা করতে যাবেন না। আমরা জানি আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আপনাদের রয়েছে। বাড়তি চাহিদা থেকে সরে এসে ইরানের শর্তগুলো মেনে নিন।'#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।