পাল্টা শক্তির ভাষা ব্যবহারে যুদ্ধবিরতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে। পাল্টা শক্তির ভাষা ব্যবহারের কারণেই ইসরাইল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন। আমির-আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ইহুদিবাদীরা এক সময় ভাবতো তারা নীল থেকে ফোরাত পর্যন্ত দখল করে সেখানে অপরাধযজ্ঞ চালাবে কিন্তু আজ তারা চারদিকে দেওয়াল তুলে নিজেরাই নিজেদেরকে একঘরে করে ফেলেছে।
তিনি আরও বলেছেন, এ অবস্থায় ইহুদিবাদীরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটকে ঢাকতে মাঝে মধ্যেই চোখ বন্ধ করে ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর হামলা চালায়। অবশ্য প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে এবং প্রতিবারই আগের তুলনায় আরও বেশি হতাশায় পর্যবসিত হয়ে চারদিকে দেওয়াল নির্মাণ অব্যাহত রেখেছে।
গাজায় নতুনকরে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান কাতার, সিরিয়া ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একইসঙ্গে তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ওআইসি'র মহাসচিব, ন্যামের সভাপতি এবং আফ্রিকান ইউনিয়নের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে গাজা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঐ চিঠিতে তিনি আগ্রাসী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় নতুনকরে হামলা শুরু করে দখলদার ইসরাইল। এতে অন্তত ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।