আগস্ট ১২, ২০২২ ১৯:২৭ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী

নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা আলোচনায় প্রয়োজনীয় নিশ্চয়তা পাওয়ার ওপর জোর দিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব।

ইরান বিরোধী আমেরিকার ওই অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রসঙ্গে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেন: ইরান যথারীতি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাবে। তবে পরমাণু সমঝোতার কোনো কোনো পক্ষ অঙ্গিকার ভঙ্গ করেছে।

বিশিষ্ট এই আলেম ফিলিস্তিনে সাম্প্রতিক ইসরাইলি হামলার প্রসঙ্গ তুলে বলেন: এক সময় এই দখলদার শক্তি ছয় দিনের যুদ্ধে আরবদের ওপর বিজয় লাভ করেছিল। কিন্তু লেবাননে হিজবুল্লাহর জন্মের পর ৩৩ দিনের যুদ্ধে তথাকথিত অপরাজেয় দখলদার শক্তির গর্ব ধুলায় মিশে গিয়েছিল।

কাজেম সিদ্দিকী আরও বলেন: সাম্প্রতিক যুদ্ধেও সকল প্রতিরোধ শক্তি রনাঙ্গনে না থাকা সত্ত্বেও ইসলামি জেহাদ আন্দোলন একাই আগ্রাসী শক্তিকে নাস্তানাবুদ করে দিয়েছে। ইহুদিবাদী শক্তির আগ্রাসনের মোকাবেলায় ইসলামি জেহাদ শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে তারা নিরুপায় হয়ে দ্রুত যুদ্ধ বিরতিতে গিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে।

মহাকাশে নয়া স্যাটেলাইট খৈয়াম উৎক্ষেপণ সম্পর্কে তিনি আরও বলেন: এটি ইরানের একটি নতুন বৈজ্ঞানিক সাফল্য। এই সাফল্যকে তিনি স্থির লক্ষ্য, সচেতনতা, দৃঢ় মনোবল, আস্থা, ঐক্য ও আত্মবিশ্বাসের ফল বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ