সিরিয়ায় শহীদ হলেন ইরানের এক পদস্থ সামরিক কর্মকর্তা
(last modified Tue, 23 Aug 2022 16:48:13 GMT )
আগস্ট ২৩, ২০২২ ২২:৪৮ Asia/Dhaka
  • আলীখানি
    আলীখানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক ইউনিটের অফিসার আবুল ফজল আলীখানি সিরিয়ায় শহীদ হয়েছেন।

তিনি সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। আজই তিনি শহীদ হয়েছেন বলে সামরিক সূত্রে জানা গেছে।

সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে উপদেষ্টা হিসেবে কাজ করছেন ইরানের বহু সামরিক কর্মকর্তা। এ পর্যন্ত সেখানে শত্রুদের হামলায় অনেকে শহীদ হয়েছেন।

২০১১ সাল থেকে পাশ্চাত্যের মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে। এ ক্ষেত্রে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসীদের মদদ দেয়।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ