পাক-ইরান সম্পর্ক জোরদার ও গাজায় গণহত্যা বন্ধ নিয়ে আলোচনা   
https://parstoday.ir/bn/news/event-i143458-পাক_ইরান_সম্পর্ক_জোরদার_ও_গাজায়_গণহত্যা_বন্ধ_নিয়ে_আলোচনা
ইসলামবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১০:৩০ Asia/Dhaka
  • পাক-ইরান সম্পর্ক জোরদার ও গাজায় গণহত্যা বন্ধ নিয়ে আলোচনা   

ইসলামবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করেছেন।

গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত বৈঠকে শরিফ ও আরাকচি গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ এবং আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দেয়ার ইসরাইলি প্রচেষ্টা প্রতিহত করার উপায় নিয়ে আলোচনা করেন।

পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শাহবাজ শরিফ ইরানের সঙ্গে উচ্চ-পর্যায়ের যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সকল ক্ষেত্রে দ্বিক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত স্বাধীকার আন্দোলন ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি পাকিস্তানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেন শাহবাজ শরিফ। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে মানবিক ত্রাণ তৎপরতার জোরদার করার আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

এর আগে সোমবার রাতে দু’দিনের সফরে ইসলামাবাদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। মঙ্গলবার শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের আগে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দুই মন্ত্রীর এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশ ইসরাইলকে ‘হিসেবি ও নিখুঁত’ জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও সাক্ষাৎ করেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।