ইরানি ক্রুসহ ভেনিজুয়েলার বিমানের ক্রুদের মুক্তি দিয়েছে আর্জেন্টিনা
https://parstoday.ir/bn/news/iran-i113226-ইরানি_ক্রুসহ_ভেনিজুয়েলার_বিমানের_ক্রুদের_মুক্তি_দিয়েছে_আর্জেন্টিনা
আর্জেন্টিনা সরকার ভেনিজুয়েলার আটক বিমানের ১২ জন ক্রুকে মুক্তি দিয়েছে। গত জুন মাসে মার্কিন সরকারের চাপের মুখে আর্জেন্টিনা ওই বিমান আটক করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka
  • আর্জেন্টিনায় আট কার্গো বিমান
    আর্জেন্টিনায় আট কার্গো বিমান

আর্জেন্টিনা সরকার ভেনিজুয়েলার আটক বিমানের ১২ জন ক্রুকে মুক্তি দিয়েছে। গত জুন মাসে মার্কিন সরকারের চাপের মুখে আর্জেন্টিনা ওই বিমান আটক করে।

গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার একটি আদালত ভেনিজুয়েলার বিমানের ক্রুদের মুক্তি দেয়ার নির্দেশ দেয়। এর মধ্যে ইসলামি প্রজাতন্ত্রী ইরানের একজন ক্রু রয়েছে। আদালত বলেছে, এজিজা বিমানবন্দরে যে বিমান আটক করা হয়েছে তার মধ্যে ১২ ক্রু এখন দেশে ফিরে যেতে পারেন।

আগামী ১০ দিনের মধ্যে বাকি সাত ক্রুর ব্যাপারে তদন্ত শেষ করতে আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, মামলার বাকি কর্মকাণ্ড শেষ করার জন্য তদন্ত প্রক্রিয়া দ্রুততর করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

বর্তমানে ইরানের চারজন এবং ভেনজিুয়েলার তিন নাগরিক আটক রয়েছেন। বাকি তদন্ত প্রক্রিয়ার শেষ না হওয়া পর্যন্ত তাদের ওপর দেশ ছাড়ার নিষেধাজ্ঞা রয়েছে।

যে চারজন ইরানি নাগরিককে আটকে রাখা হয়েছে তার মধ্যে রয়েছেন বোয়িং ৭৪৭ কার্গো বিমানের পাইলট গোলাম রেজা কাসেমি। গত ৮ জুন তিনি মেক্সিকো থেকে অটো পার্টসের একটি চালান নিয়ে উরুগুয়ে যাচ্ছিলেন কিন্তু সেখানে পৌঁছানোর আগে আর্জেন্টিনায় বিমান নামাতে বাধ্য হন। ইরান বলছে- আমেরিকা, ব্রিটেন ও ইসরাইল মিলে এই বিমান নামাতে আর্জেন্টিনাকে বাধ্য করেছে। 

আমেরিকা বলছে, বিমানের পাইলট গোলাম রেজা কাসেমির সঙ্গে আইআরজিসির সম্পর্ক রয়েছে। তবে তিনি নিজে তা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের হয়ে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন; এর চেয়ে বেশি কিছু নয়। অন্যদিকে, ভেনিজুয়েলা বলছে- বিশাল ও অত্যাধুনিক এই কার্গো বিমানটি চুরি করার জন্য আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪